প্রিন্স উইলিয়ামের সঙ্গে এক নারীর প্রেমের কারণে কি অন্তর্ধানে কেট মিডলটন

2025-07-15 17:31:41ফ্রি স্লট গেম
প্রিন্স উইলিয়ামের সঙ্গে এক নারীর প্রেমের কারণে কি অন্তর্ধানে কেট মিডলটনযুক্তরাজ্যের রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনকে অনেক দিন জনসম্মুখে দেখা যাচ্ছে না। তাঁর এই অনুপস্থিতিকে কেন্দ্র করে নানা জল্পনা,প্রিন্সউইলিয়ামেরসঙ্গেএকনারীরপ্রেমেরকারণেকিঅন্তর্ধানেকেটমিডলটনক্যাসিনো লাইভ খেলা ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা ছড়াচ্ছে। এসবের ভিড়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব নতুন মাত্রা যুক্ত করেছে। এই ষড়যন্ত্র তত্ত্বে কেটের জনসম্মুখে অনুপস্থিতির সঙ্গে তাঁর স্বামী প্রিন্স উইলিয়াম ও সারাহ রোজ হ্যানবারি নামের এক নারীর কথিত সম্পর্কের যোগসূত্রের কথা সামনে আনা হচ্ছে।
প্রিন্স উইলিয়ামের সঙ্গে এক নারীর প্রেমের কারণে কি অন্তর্ধানে কেট মিডলটন
৪০ বছর বয়সী সারাহ রোজ খেতাবধারী সম্ভ্রান্ত ব্রিটিশ নারী। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, তিনি সাবেক একজন মডেল, রাজনৈতিক গবেষক। তিনি বিবাহিত। তাঁর স্বামীর নাম ডেভিড চোলমন্ডেলি। এই দম্পতির তিনটি সন্তান আছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচিত সারাহ রোজ। কেটকে নিয়ে নানা জল্পনায় তাঁর নামও জড়ানো হয়েছে। এমনকি ‘দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট’ নামের মার্কিন টক শোতে এই বিষয়ে আলোচনা হয়েছে।
কলবার্ট তাঁর টক শোর একটি পর্বে বলেন, কেটের আপাত অন্তর্ধানের কারণে যুক্তরাজ্যে নানা আলোচনার ডালপালা ছড়াচ্ছে। নেটিজেনরা এখন অনুমান করছেন, কেটের অনুপস্থিতির বিষয়টি তাঁর স্বামী ও যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজা উইলিয়ামের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
কলবার্ট বলেন, বিভিন্ন ট্যাবলয়েডের তথ্যমতে, যখন কেট এ বিষয়ে স্বামী উইলিয়ামের মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আরে, এমন কিছুই না। আসলে যখন কোনো স্ত্রী প্রতারণার অভিযোগ তোলেন, তখন স্বামী সব সময় এমনটাই বলেন।
কলবার্ট বলেছিলেন, হতভাগ্য কেটের জন্য তাঁর মন পোড়ে। তিনি সারাহ রোজের নাম পর্যন্ত নিয়েছিলেন। বলেছিলেন, তিনি মনে করেন, সবাই জানে, অভিযুক্ত নারী কে? কী সুন্দর নাম তাঁর!
সারাহ রোজ অবশ্য এসব কথাবার্তাকে গুজব বলে উল্লেখ করেছেন। তিনি এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, প্রেম-সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন রোজ। তিনি এসব কথাবার্তাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।
যুক্তরাজ্যের রাজপরিবারের সঙ্গে বংশপরম্পরায় দৃঢ় সম্পর্ক রয়েছে রোজদের। তাঁর নানির নাম লেডি এলিজাবেথ ল্যামবার্ট। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৭ সালে রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বিয়ে হয়। সেই বিয়েতে কনের পাশে ছিলেন ল্যামবার্ট।
৪২ বছর বয়সী কেটের তলপেটে গত ১৬ জানুয়ারি ক্যানসার নয়, এমন রোগ সারাতে অস্ত্রোপচার করা হয়। তবে ঠিক কী ধরনের রোগের জন্য এই অস্ত্রোপচার করা হয়েছিল, তা জানানো হয়নি। এই অস্ত্রোপচারের পর তাঁকে আর জনসম্মুখে দেখা যায়নি। এ অবস্থায় তাঁর স্বাস্থ্য নিয়ে জল্পনাকল্পনা তৈরি হয়েছে।

Focus

Friendly Links